ADS

Monday 10 September 2018

মনে মনে অনেক কথাই হয়ে যায়, অঞ্জুকে নিয়ে কাঞ্চন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’র জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষের পুনর্মিলন হতে যাচ্ছে আজ, দীর্ঘ ২৩ বছর পর। প্রায় দুই যুগ তাঁদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আর আজ রোববার ঢাকায় নিজের নায়িকার সঙ্গে দেখা হবে বলে বেশ উচ্ছ্বসিত ইলিয়াস কাঞ্চন। নিজের অনুভূতির কথা তিনি জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অঞ্জুর সঙ্গে আমাদের দেখা নেই ২৩ বছর ধরে। দুদিন আগে জায়েদ খান হঠাৎ করে ফোনে ধরিয়ে দিয়ে বলল কথা বলেন। আমি প্রথমে বুঝতে পারিনি। গলাটাও ঠিক চিনতে পারিনি। তারপর যখন বুঝতে পারলাম আমি অঞ্জুর সঙ্গে কথা বলছি, তখন চোখে পানি চলে এলো। অনেক বছর পর কথা হচ্ছে, এটা মনে ছিল না। অনেকক্ষণ আমরা কথা বলেছি। সে অনেক কথা। আসলে এত কথা জমা হয়ে আছে, তা বলে শেষ করা যাবে না।’
এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আজ বিকেলে অঞ্জুর সঙ্গে ইলিয়াসের দেখা হওয়ার কথা রয়েছে। ইলিয়াস কাঞ্চন আশা করছেন, বেশ আনন্দময় সময় কাটাবেন তাঁরা। তবে এতটা সময় কেন তাঁদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি? জবাবে ইলিয়াস কাঞ্চন জানালেন, সব সময়ই চেষ্টা ছিল যোগাযোগের, কিন্তু ঠিকানা ছিল না তাঁর কাছে। বললেন, ‘আমি আসলে সব সময়ই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু কোনো ঠিকানা পাইনি। আমি নিজের কাজে এর মধ্যে বেশ কয়েকবার কলকাতায় গিয়েছি। তখনো তাঁর কথা বারবার মনে হয়েছে। কিন্তু তাঁর কোনো ঠিকানা বা নম্বর আমি জোগাড় করতে পারিনি। যে কারণে আসলে দেখা হয়নি।’
অঞ্জুর সঙ্গে বন্ধুত্বকে স্মরণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আসলে আমরা তো বেশ কিছু কাজ একসঙ্গে করেছি, আর চলচ্চিত্রের কাজটা যেহেতেু ইউনিট বেঁধে করা হয়, তাই প্রত্যেকের সঙ্গেই সুন্দর বন্ধুত্ব থাকে। শুটিংয়ে সময় অনেক গল্প তৈরি হয়, যেগুলোর মূল্য শুটিং করার সময় না থাকলেও বহু বছর পর যখন ছবিটি দেখি, তখন চোখের সামনে ভেসে ওঠে আর গল্পগুলো মূল্যবান হয়ে ওঠে। তখন কথা বলতে ইচ্ছে করে, কিন্তু যোগাযোগ করার মাধ্যম না থাকলে কীভাবে কথা বলব? তবে মনে মনে অনেক কথাই হয়ে যায়।’
২২ বছর আগে, ১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু ঘোষ। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮২ সালে চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাঁকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোছনা’ তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।

ADS